খুলনা, বাংলাদেশ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে যে গেজেট প্রকাশ করেছে তা বাতিল করেনি আপিল বিভাগ, সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের
  সাগরে নিম্নচাপের প্রভাবে বিভিন্ন স্থানে বৃষ্টি-ঝড়ো বাতাস, বৈরী আবহাওয়ায় বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

‘নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠায়নি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা ‘

গেজেট ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় রোববার (৭ জানুয়ারি)। এ নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন দেশ থেকে পর্যবেক্ষক আসে বলে জানায় সরকার। ভোট গ্রহণের পরই বিভিন্ন দেশের পর্যবেক্ষক গতকাল সন্ধ্যায় তাদের পর্যবেক্ষণ অবস্থা তুলে ধরেন।

নির্বাচনের পর্যবেক্ষণ তুলে ধরেন সাবেক মার্কিন কংগ্রেসম্যান জিম বেটস। তিনি বলেন, ‘আমি যেটি দেখেছি সেটি হচ্ছে- নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়েছে।’ রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ পরিদর্শন শেষে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে পর্যবেক্ষক দল এ কথা জানায়। সূত্র : চ্যানেল টুয়েন্টি ফোর অনলাইন।

তবে এ বিষয়ে সোমবার (৮ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে যুক্তরাষ্ট্র সরকার কোনো অফিসিয়াল পর্যবেক্ষক পাঠায়নি। পর্যবেক্ষকদের যারা মিডিয়া বিবৃতি দিচ্ছেন এটা শুধুমাত্র নিজেদের বা তাদের সংস্থার প্রতিনিধিত্ব করে।

এদিকে ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠায়নি যুক্তরাজ্য। যারা এসেছেন তাদের সঙ্গে যুক্তরাজ্য সরকারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ঢাকায় নিযুক্ত দেশটির মুখপাত্র সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নির্বাচনে যারা পর্যবেক্ষক হিসেবে এসেছেন তারা স্বাধীনভাবেই এসেছেন। তাদের সঙ্গে যুক্তরাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে কোনো প্রতিনিধি দল বা পর্যবেক্ষক দল পাঠায়নি কানাডা। দেশটি থেকে আসা নাগরিকদের নির্বাচন নিয়ে মতামতের সঙ্গে কানাডা সরকারের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!