সাতক্ষীরায় নিরাপদ পানির উৎস হিসেবে পুকুরের অবস্থা ও উন্নয়ন শীষক এক পরামার্শ সভা বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে অনুষ্ঠিত হয়। সেভ দ্যা চিলড্রেন ও উত্তরণ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রীষ্মের শুরুতেই বৃষ্টিহিনতার কারণে ভূ-গর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় জেলার বেশির ভাগ অভীর ও গভীর নলকূপে পানি উঠে না। একই সাথে প্রাকৃতিক পানির আধার গুলোর অধিকাংশ শুকিয়ে যাওয়ায় খাবার পানির তীব্র সংকট দেখা দেয় সাতক্ষীরায়। পানি সংকটের এই সুযোগে শহর ও গ্রামাঞ্চলের বেশ কিছু পানি ব্যবসায়ী শোধনাগার প্ল্যান্ট বসিয়ে ভূগর্ভস্থ পানি তুলে তা বিক্রি করছেন। এই পানি সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। এমন অবস্থায় প্রতিবছর গ্রীষ্মের সময় সাতক্ষীরাসহ উপকূলের মানুষ তীব্র পানির সংকটের মুখে পড়েছে।
প্রধান অতিথি বলেন, জেলার নিম্ন এলাকায় এখনও বিশুদ্ধ পানির সংকট রয়েছে। উপকূলীয় এলাকায় আরো বেশি সংকট বিদ্যমান। জেলায় জেলা পরিষদের যে কয়টি পুকুর আছে সেখান থেকে আমারা বিশুদ্ধ পানি দেওয়ার চেষ্ট করছি। এ বিষয়ে জেলা পরিষদ সব সময় এগিয়ে আসবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুর রহমান বাবু, সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, আমিনা বিলকিস ময়না এ্যাড. মুনির উদ্দিন ও স্থানীয় ইউপি সদস্য ও মহিলা ইউপি সদস্যগণ।