খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
  গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ স্কুলছাত্র নিহত

নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন হবে: নিতাই রায়

নিজস্ব প্রতিবেদক

বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, এই সরকার দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। সরকারের অপকর্মের জন্য আজকে দেশে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। আজকে বিদেশ থেকে নিত্যপণ্য আমদানি করার ব্যয় পর্যন্ত পাচ্ছে না। শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে। এর বিরুদ্ধে আজকে আমাদের এই কর্মসূচি। আগামী ডিসেম্বরের আগেই এই সরকারের পতন করতে হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন হবে।

শনিবার (৪ মার্চ) বিকালে খুলনা সোনাডাঙ্গা বিএনপির পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

সমাবেশ শেষে পদযাত্রাটি নগরীর ডালমিল মোড় থেকে শুরু হয়ে তেতুলতলা মোড়ে গিয়ে শেষ হয়।

পদযাত্রায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক আমির এজাজ খান, বিএনপি নেতা কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, তাজিম বিশ্বাস প্রমুখ।

এর আগে নগরীর সদর থানা বিএনপির আয়োজনে কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কেসিসি মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

এছাড়া খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা বিএনপির পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তেল-গ্যাস-বিদ্যুৎ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি ও সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরের ৫ থানায় পদযাত্রা অনুষ্ঠিত হয়। এসব পদযাত্রায় বিএনপি’র কেন্দ্রীয় ও স্থানীয় এবং অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

খানজাহান আলী থানা

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ি খানজাহান আলী থানা বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বিকেলে ফুলবাড়ীগেট বিএনপি কার্যালয়ের সামনে থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট)এর গেইটে যেয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, লবণ, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সার, জ্বালানি তেলসহ কৃষিপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়াসহ নেতাকর্মীর মুক্তি ও গণতন্ত্রবিরোধী সরকারের পদত্যাগসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পদযাত্রা কর্মসূচির শেষে খুলনা মহানগর বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও সাবেক ছাত্রনেতা মাসুদ পারভেজ বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র সহ সম্পাদক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, মহানগর বিএনপি’র সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য কাজী মিজানুর রহমান, যোগিপোল ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু সাইদ হাওলাদার আব্বাস, মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও ১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক শেখ আব্দুস সালাম, যোগিপোল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শেখ আলমগীর হোসেন, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মোঃ ইমদাদুল হক, এনামুল হাসান ডায়মন্ড, মোঃ জাহিদুল ইসলাম, ইকবাল হোসেন মিজান, ফকির রবিউল ইসলাম, মোঃ ফরহাদ হোসেন,মিনা মুরাদ হোসেন, শেখ রফিকুল ইসলাম, আতাউর রহমান মোড়ল, শাহ আলম সিকদার, মিজানুর রহমান, হাসিবুর রহমান উজ্জল, মেম্বর মামুন হোসেন, মীর সওকত হোসেন, রফিকুল ইসলাম, মোঃ আজমল হোসেন, মোল্যা সোহাগ হোসেন, সাইদুজ্জামান, শহিদুল ইসলাম সোহেল, আল আমিন হাওলাদার, জাহাঙ্গীর হোসেন খোকা, শেখ সেলিম আহম্মেদ, জাকারিয়া মাহমুদ পিটো, শেখ হাসিবুল হাসান, মোল্যা সোহরাব হোসেন, শরিফ ওবায়দুর রহমান চয়ন, আল মামুন জুয়েল, বেগ হাসান, রেশমি সুলতানা, মলি চৌধুরী, চমন আকতার, সুমি, বিল্লাল হোসেন, মোঃ ইলিয়াজ সরদার, মাসুম বিল্লাহ, জুয়েল হাসান, হাবিবুর রহমান বিপ্লব, শাহিদুজ্জামান, জসিম ভূইয়া, আনোয়ার হোসেন, নাসির উদ্দীন, সরওয়ার হোসেন, আব্দুস সামাদ মাষ্টার, তৌহিদুল ইসলাম, ফকির শরিফুল ইসলাম, শেখ শাহেদ আহম্মেদ, সরদার নজরুল ইসলাম, আবু বক্কর সিকদার, সরদার মোস্তাক আহম্মেদ, মোঃ আবুল কালাম, মোঃ মাসুম , মোঃ নূরুল ইসলাম নূরু, রানা প্রমুখ

খুলনা গেজেট/এমএম/বিএম শহিদ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!