ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে শীতকালীন সবজি ও মৎস্য ঘেরে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। রবিবার থেকে থেমে হওয়া বৃষ্টিতে বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর) সকাল থেকে টানা বৃষ্টি হওয়ায় কাজে বের হওয়া এবং অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েছেন।
নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরা তালা উপজেলায় শীতকালীন সবজি, পেঁয়াজ, রসুন, টমেটো, মসুর, গমসহ বিভিন্ন ফসলের ক্ষেতে পানি জমে ক্ষতির মুখে পড়েছেন কৃষক।
শীতকালীন সবজি চাষি রফিকুল ইসলাম জানান, শীতকালীন সবজির চাষ করেছিলাম। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় কারণে সবজি ক্ষেতে পানি জমেছে। এখন লাভের রিবর্তে লোকসান গুণতে হয় কিনা সেই দুশ্চিন্তায় আছি।
শাহাপুর গ্রামের জুলফিকার জানান, দুই-এক দিন পর থেকে বাড়তে পারে শীত। এসময় এলাকার কৃষকদের ইরির বীজতলার ব্যাপক ক্ষতি হবে।
জেলা কৃষিখামার বাড়ি সূত্র জানায়, চলতি ২০২০-২১ শীত কালিন মৌসুমে জেলাতে ৯ হাজার ৫শ হেক্টর জমিতে সবজির চাষ হয়। এর মধ্যে তালাতে ১ হাজার ৬৮০ হেক্টর জমিতে শীতকালিন সবজির আবাদ হয়েছে।
তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন জানান, তালা উপজেলায় ১ হাজার ৬৮০ হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজি সরিষা চাষ হয়েছে। ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে এসব ফসল ক্ষতির আশঙ্কা রয়েছে।
সাতক্ষীরা জেলাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুুরুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে কৃষকদের কি পরিমাণ ক্ষতি হয়েছে, তা জানতে মাঠে কাজ চলছে। ২-১ দিনের মধ্যে ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে।
খুলনা গেজেট/এএ