খুলনা, বাংলাদেশ | ৩ পৌষ, ১৪৩১ | ১৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে যোবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষ, নিহত ২
  দ্বিতীয় টি-20: ওয়েস্ট ইন্ডিজকে ১৩০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১

নিবন্ধন শেষ আজ : এখনো ৭১ হাজার হজযাত্রীর আসন ফাঁকা

গেজেট ডেস্ক

হজযাত্রী নিবন্ধনে সরকার দ্বিতীয় দফা সময় দেয়ার পরও এখনো অর্ধেক কোটা পূরণ হয়নি। গতকাল রাত ৮টা পর্যন্ত হজযাত্রী নিবন্ধন হয়েছে প্রায় ৫৬ হাজার জন। ফলে এখনো ৭১ হাজার হজযাত্রীর কোটা খালি রয়েছে। আজ রোববার দ্বিতীয় দফা সময় শেষ হচ্ছে। ফলে আবারো সময় বাড়ানো হতে পারে বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। চলতি বছরের মতো আগামী বছরও (২০২৫ সাল) বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ করতে পারবেন। এর মধ্যে ১০ হাজার সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি হজযাত্রীরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সিগুলোর মাধ্যমে।

আগামী বছর হজ পালনে যেতে ইচ্ছুক ব্যক্তিদের নিবন্ধন করতে গত ১ সেপ্টেম্বর থেকে তিন মাস সময় দেয় ধর্ম মন্ত্রণালয়। তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হচ্ছে। হজ প্যাকেজ মূল্যের বাকি টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। প্রথম দফায় গত ৩০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধনের সময় দেয়া হয়। কিন্তু তিন মাসে হজযাত্রী নিবন্ধন করেন মাত্র ৪০ হাজার জন। ফলে তখনো বাকি থেকে যায় ৮৭ হাজার কোটা। এ জন্য নিবন্ধনের সময় আরো ১৫ দিন বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। একই সাথে প্যাকেজের পুরো টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করারও আহ্বান জানানো হয়েছে।

কিন্তু গতকাল পর্যন্তও হজযাত্রীর কোটা পূরণ হয়নি। দুই দফা সাড়ে তিন মাস সময় দেয়ার পরও নিবন্ধন করেছেন মাত্র ৫৫ হাজার ৯২৫ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যেতে নিবন্ধন করেছেন চার হাজার ৬৩৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যেতে ৫১ হাজার ২৯০ জন নিবন্ধন করেছেন। ফলে এখনো ৭১ হাজার ২৭৩ হজযাত্রীর কোটা খালি রয়েছে।

এদিকে আজ যাতে বেশিসংখ্যক হজযাত্রী নিবন্ধন করতে পারেন এজন্য হজের টাকা গ্রহণকারী ব্যাংকগুলোকে অফিস সময়ের পরও টাকা জমা নেয়ার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ জন্য গত ১২ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংককে একটি চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তবে মাত্র একদিনে এত বেশিসংখ্যক হজযাত্রী নিবন্ধন সম্পন্ন হবে না বলে মনে করা হচ্ছে। এজন্য সময় আরো বাড়ানো হতে পারে বলে জানা গেছে। অবশ্য নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন, ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম। গতকাল সন্ধ্যায় নয়া দিগন্তকে তিনি বলেন, আর সময় বাড়ানোর উপায় নেই। এখন সময় বাড়ালেও হজযাত্রীরা ভালোভাবে হজ করতে পারবেন না। কারণ দেরি হলে সৌদিতে তারা নানা সমস্যায় পড়বেন। এ জন্য আমরা আর সময় না বাড়ানোর সিদ্ধান্তে অটল আছি।

এদিকে বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সভাপতি ড. আব্দুল্লাহ আল নাসের ২০২৫ সালের হজযাত্রীদের জন্য হজ নিবন্ধনের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ নিবন্ধনের সময় বাড়ালে আগামী হজে হজ কোটা পূরণ করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।

গত ৩০ অক্টোবর এবারের হজ প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়। ঘোষিত সাশ্রয়ী সাধারণ প্যাকেজ-১ অনুযায়ী খরচ ধরা হয়েছে চার লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। অন্য প্যাকেজে (প্যাকেজ-২) খরচ ধরা হয়েছে পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। তবে এবার পশু কোরবানির খরচের পাশাপাশি খাবার খরচের জন্য আলাদাভাবে টাকা নিতে হবে। সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণার পর বেসরকারি এজেন্সির পক্ষ থেকেও পৃথক দু’টি গ্রুপ আলাদাভাবে বেসরকারি প্যাকেজ ঘোষণা করে।

 

খুলনা গেজেট/এইচ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!