বিদ্যুৎ, গ্যাস, ঔষধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে আজ ২ মার্চ শনিবার সকাল এগারোটায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট আ ফ ম মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব পরিবেশবিদ অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাদার।
অনুষ্ঠানের শুরুতে ধারণা বক্তব্য পাঠ করেন সাবেক ছাত্রনেতা এস এম চন্দন, সংগঠনের অন্যতম সদস্য মানবাধিকার সংগঠক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগতি প্রকাশ করে বক্তব্য রাখেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ-জামান , বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল,গন সংহতি আন্দোলনের খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ র খুলনা জেলা আহবায়ক জনার্দন দত্ত নান্টু, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, জনউদ্যোগ খুলনা সদস্য সচিব সাবেক ছাত্রনেতা সাংবাদিক মহেন্দ্র নাথ সেন, বৃহত্তর আমরা খুলনা বাসীর সভাপতি ডা মোঃ নাসির উদ্দিন, জাতীয় পার্টির খুলনা মহানগর নেতা শাহ্ মোঃ লায়েক উল্লাহ , কবি ও সাংবাদিক আবু আসলাম বাবু, নজরুল গবেষক কবি সৈয়দ আলী হাকিম, ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, খোদেজা ফাউন্ডেশনের খ ম শাহিন হোসেন,সাহিদুর রহমান পিন্টু, সিপিবি সোনাডাঙ্গা থানার সাধারণ সম্পাদক অধ্যাপক সঞ্জয় সাহা, সুন্দরবন -নদী সংরক্ষণ ও দক্ষিণবঙ্গ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল তারেক তুষার,ফ্যাশন ডিজাইনার ও অভিনয়শিল্পী সোমা বড়াল, সিপিবি নেতা জাহানারা আক্তারী, যুব ইউনিয়ন নেতা শাহ অহিদুজ্জামান জাহাঙ্গীর, অ্যাডভোকেট আ ফ ম মুক্তারুজ্জামান মুক্তা, ছাত্রনেতা মোঃ আলী হোসেন অন্তর, মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।
খুলনা গেজেট/কেডি