বাইরে এসে দাঁড়াই পুকুর পা ড়ে
জাম-জারুল আর কাঁঠাল সারে সারে,
গায়ের উপর ঝরছে পাতা টুপ ;
দাঁড়িয়ে থাকি চুপ….!!
শীতল হাওয়ার পরশ মেখে গায়
সবুজ ঘাসের পরশ পায়ে-পায়
যাই এগিয়ে খানিক মেঠোপথে
ঝিঁঝির কোরাস ঝোপের ওপার হতে
যায় শুনিয়ে নিরালা নির্জনে
আঁধার জমাট দূরের মাঠে বনে…….!!
তারার ফুলে দিঘির জলে হাসি
আনন্দ-সুখ ছড়িয়ে রাশি রাশি,
শাপলা-শালুক ঝিলে
হাসছে সবে মিলে…..!!
ঘুমায় পাড়া রাতের আদর মেখে
লক্ষ্মী পেঁচা পাতার আড়াল থেকে
দেয় জানিয়ে ঘুমায়নি সে রাতে
পকেট থেকে কলম নিয়ে হাতে
লিখি-আঁকি নিঝুম রাতের ছবি
ঠিক যেনো এক ধ্যানী শিল্পী-কবি…….!!
ফুরায় না সে লেখা এবং আঁকা
রাত মেলেছে মায়াবী তার পাখা,
সেই পাখাতে ভর করে যাই উড়ে –
দূরে এবং দূরে…..!!
আকাশ নীলে বাড়াই দুটি হাত
মুঠো মুঠো স্বপ্নমাখা রাত,
কী আবেশে অঙ্গ ভরে মাখি!
যাই হয়ে যাই রাতজাগা এক পাখি……!!
অসীম লোকের অপার্থিব মায়া
রাতের বুকে মেলেছে তার ছায়া।
মগ্ন যে তাই বিশ্বচরাচর,
মনের ভেতর বইছে এ কোন ঝড়….!!
ঘুমোবো না তাই তো সারারাত,
জেগেই রবো রবো,
ইচ্ছে মতো মনের কথা কবো,
পড়বো জেগে রাতের ধারাপাত…….!!