প্রতিবছরের মতো এবারও নিজের জমিতে উৎপাদিত ধান বিনামূল্যে গ্রামের মাদ্রাসা, এতিমখানা ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করেছেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ। তেরখাদার শ্রীপুরে অবস্থিত রাইয়ান এগ্রো ফিসারিজে ব্যক্তিগত জমিতে এসব ধান উৎপাদিত হয়।
শফিকুর রহমান পলাশ জানান, পারিবারিক ও ব্যক্তিগত কৃষি জমিতে প্রতিবছর বিপুল পরিমাণ ধান উৎপাদিত হয়। নিজের পরিবার ও কৃষকদের একবছরের খাওয়ার ধান রেখে বাকি ধান মাদ্রাসা ও এতিমখানা এবং অসহায় মানুষদের দিয়ে দেই। তাদের ধান মাড়াই এবং পরিবহন খরচও দিয়ে দেওয়া হয়।
তিনি বলেন, জমির ধান বিক্রি করলে হয়তো আর্থিকভাবে লাভবান হতাম। কিন্তু আল্লাহ আমাকে বিকল্প আয়ের উৎস দান করেছেন। এজন্য জমির ধানগুলো যাদের আয়ের উৎস কম তাদের দিয়ে আসছি। গত ৩ বছর ধরে এই কার্যক্রম চলছে।
গতকাল রূপসার রাজাপুর সালেহিয়া ইউসুফিয়া মাদ্রাসা,ভবানীপুর হাফেজিয়া মাদ্রাসা।দিঘলিয়ার হাজীগ্রাম হাতেমিয়া বাহারুল উলুম মাদ্রাসা।তেরখাদার নূরে মদিনা কওমী মহিলা মাদ্রাসা এবং শ্রীপুরের শেফালী বালা,বলরামপুরের মনিমোহন,মথুরাপুরের রেকসোনা,আমতলার সালমা বেগম ধান পেয়েছেন। যারা বেশি বয়স্ক তাদের বাড়িতে নিজ উদ্যোগে ধান পৌঁছে দেওয়া হয়েছে।
রাইয়ান এগ্রো ফিসারিজের স্বত্বাধিকারী সফিকুর রহমান পলাশ নিজ উপস্থিত ধান বিতরণ করেন। এ সময় যুবলীগ নেতা মাহিরুল হক মাহির,আজমির,আহাদ কালু,ইমরান হোসেন, শুভংকর রায়,হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।