খুলনা, বাংলাদেশ | ২৪ ভাদ্র, ১৪৩১ | ৮ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে
  চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণ, দগ্ধ ১২
  নিরবচ্ছিন্নভাবে চলছে সব তৈরি পোশাক কারখানা, কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা; শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার

নিজেদের দুগ্ধ খামারের দুধ দিয়ে তৈরি হচ্ছে সেফ ফুডের রকমারি মিষ্টান্ন

নিজস্ব প্রতিবেদক

নিজেদের দুগ্ধ খামার থেকে সংগৃহীত শতভাগ খাঁটি দুধ দিয়ে তৈরি হচ্ছে সেফ ফুড সুইটস ‘র বিভিন্ন ধরনের মিষ্টান্ন। আন্তর্জাতিক খাবারের মানদন্ড নিয়ন্ত্রক আইএসও, হাসাব, হালাল এবং বাংলাদেশের বিএসটিআই অনুমোদনপ্রাপ্ত মিষ্টান্ন প্রস্তুতকারী এ প্রতিষ্ঠানটি গুণগত এবং মানসম্পন্ন মিষ্টান্ন তৈরি করে ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। প্রতিষ্ঠানটি গত দেড় বছর ধরে সুনামের সাথে মিষ্টান্ন তৈরি এবং বাজারজাতকরণ করছে। সেফ ফুড সুইটস’র রকমারি মিষ্টি এবং দধি খেয়ে তৃপ্ত ক্রেতাসাধারণ। নেই কোন অভিযোগ।

বুধবার (১৩ই সেপ্টেম্বর) বিকালে নগরীর বড় বয়রা বাজার চৌরাস্তার মোড়ে সেফ ফুড সুইটস ‘র ষষ্ঠ শো-রুমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

আকন গ্রুপ অব কোম্পানি লিঃ ‘র ম্যানেজিং ডাইরেক্টর ও আকন সেফ ফুড এন্ড বেভারেজ এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ মুরাদ হোসেন সোহাগ প্রধান অতিথি হিসেবে শোরুমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ মুরাদ হোসেন সোহাগ বলেন, আমরা আমাদের নিজস্ব খামার থেকে শতভাগ খাঁটি দুধ দিয়ে সেফ ফুড সুইটস’র মিষ্টান্ন তৈরি করছি। সম্পূর্ণ অর্গানিক এবং ভেজালমুক্তভাবে মিষ্টান্ন এবং দুধ তৈরী করে সেগুলো বাজারজাতকরণ করছি। আমাদের কমিটমেন্ট হলো ক্রেতা সাধারণকে ভেজাল মুক্ত মিষ্টান্ন খাবার খাওয়ানোর।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেফ ফুড সুইটস’র ম্যানেজিং ডিরেক্টর আবু আসলাম লিটন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র গণসংযোগ বিভাগের কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম সাগর, অভিজিৎ মন্ডল, ব্যবসায়ী মোল্লা নাহিদুর রহমান, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতরীর প্রতিষ্ঠাতা সভাপতি গাজী আলী বাকের প্রিন্স, পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের শাহজাহান মোড়ল ও রাকিব প্রমুখ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!