ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের আড়াই ঘণ্টা পর পাঁচ বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জানান, শুক্রবার রাত ১০টার দিকে শহরের কান্দিপাড়া এলাকায় প্রতিবেশীর বাড়ির টিউবওয়েলের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত আবু বক্কর সিদ্দিক ওই এলাকার হাসান মিয়ার ছেলে। এ ঘটনায় বক্করের প্রতিবেশী সাব্বির নামে এক যুবককে আটকের কথা জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বক্কর নিখোঁজ ছিলো। তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার গালাকাটা লাশ দেখতে পায় পরিবারের লোকজন।
অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় আটক সাব্বিরের ঘরে রক্তের দাগ দেখা গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।