নিখোঁজ মায়ের সন্ধান পেতে সংবাদ সম্মেলন করেছে কন্যারা। বুধবার খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেয়ে মরিয়ম খাতুন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ৩৫ নং পুরাতন কুয়েট রোড মহেশ্বরপাশা উত্তর বানিক পাড়ার বাসিন্দা। ২৭ আগস্ট রাতে তার মা বাসার নিচে পানির কল থেকে পানি আনতে যান। প্রায় ঘন্টা পেরিয়ে গেলেও মা বাড়িতে ফিরে আসেনা। ফিরে না আসায় বাড়ির সকলে উদ্বিগ্ন হয়ে পড়ি। বাড়ির সকলে তার সন্ধান করতে থাকি। কলের পাশে মায়ের পায়ের জুতা, গায়ের ওড়না ও পানির পাত্র পড়ে রয়েছে। কিন্তু তার মায়ের কোন খোঁজ নেই।
ওইদিন রাতে আমার ভাই দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরেরদিন অজ্ঞাতনামাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রতিবেশীদের সাথে আমাদের জায়গা জমি বিষয়ক মামলা হয়। মামলার বাদী ছিলেন আমার মা। মামলার কয়েকদিন আগে আমাদের বাড়িতে সন্ত্রাসী হামলা হয়। এ সময়ে আমাদের বাড়িতে সন্ত্রাসীরা ব্যাপক ভাংচুর ও তান্ডব চালায়। ঘটনার সময় ভিডিও চিত্র ধারণ করতে গেলে দুর্বৃত্তরা আমার মা ও এক বোনকে মারধর করে। হামলার ঘটনায় আমার মা বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেন। এরপর থেকে আসামিরা ছোট বোনকে ধর্ষণসহ পরিবারের লোকজনকে বিভিন্ন ধরণের হুমকি দেয়। ইন্টারনেট ব্যবহার করে তারা কল দিয়ে হুমকি দিত। এ মামলার আসামিরা জামিনে রয়েছে। আর আমার মা নিখোঁজ রয়েছে।
নিখোঁজের বিষয়টি প্রথমে থানায় অবগত ও পরে র্যাব-৬ কে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে মাকে ফিরে পেতে সকলের সহযোগিতার অনুরোধ করেন তিনি।