করোনার অতিমারির দাপটে চলতি বছরে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের দু’দুটি সিরিজ স্থগিত হয়ে গেছে। বিসিবি জানিয়েছে দুটি সিরিজই তারা আগামী বছর খেলার পরিকল্পনা করছে।
কিউইদের বিপক্ষে চলতি বছরে বাংলাদেশের প্রথম সিরিজটি ছিল আগাস্ট-সেপ্টেম্বরে। টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হিসেবে দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ব্ল্যাক ক্যাপসদের। কিন্তু সেখানে বাধ সাধে করোনা। দ্বিতীয় সিরিজটি ছিল অক্টোবর-নভেম্বরে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল টাইগারদের। কিন্তু সেটাও করোনার পেটে চলে গেছে! আশার কথা হল, এ দুটি সিরিজই আসছে বছরে মাঠে গড়াবে।
২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে যে সিরিজটি খেলতে টাইগারদের নিউজিল্যান্ডে যাওয়ার কথা ছিল সেটা খেলতে ২০২১ সালের ফেব্রুয়ারিতে টিম বাংলাদেশের নিউজিল্যান্ডে যাওয়ার কথা। আর দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে একই বছরের জুন-জুলাইয়ে বাংলাদেশ সফরের কথা রয়েছে কিউদের।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবিতে সংবাদমাধ্যমকে এতথ্য দিয়েছেন বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
তিনি জানালেন,‘নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আমাদের একটা বোঝাপড়া হয়েছে যে আগামী বছর মাঝামাঝি সময়ে আমরা সিরিজটি নিশ্চিত করবো। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড যে চারটা সিরিজের কথা বলেছে তার মধ্যে একটা আমাদের ট্যুর রয়েছে নিউজিল্যান্ডে। এটা সামনের বছর ফেব্রুয়ারির দিকে হবে, সেভাবেই পরিকল্পনা রয়েছে।’
খুলনা গেজেট/এএমআর