বাংলাদেশের তিন স্পিনারের সামনে নিউজিল্যান্ডের টপ অর্ডার দাঁড়াতেই পারল না! প্রথমেই মেহেদী, এরপর সাকিব আর নাসুম ঘূর্ণিতে বিপর্যস্ত নিউজিল্যান্ড। মাত্র ৯ রানে চার উইকেট হারিয়েছে সফরকারীরা।
চতুর্থ ওভারে গ্র্যান্ডহোমকে আউট করার দুই বল পর আবারও উইকেটের দেখা পেলেন নাসুম। ৬ বলে ২ রান করা ব্লান্ডেল তাঁর আর্ম বলে বোল্ড আউট হন। ৪ ওভার শেষে নিউজিল্যান্ড ৪ উইকেটে ৯ রান তুলেছে।
এর আগে সাকিবের ঘূর্ণিতে বোল্ড ইয়াং। ইনিংসের তৃতীয় ওভারের পঞ্চম বলে ১১ বলে মাত্র ৫ রান করে ফেরেন ইয়াং। সাকিবের স্লো বল বুঝে ওঠার আগেই ভেঙে যায় ইয়াংয়ের আঘাত। পরের ওভারে নাসুম ফেরান অভিজ্ঞ কলিন ডি গ্র্যান্ডহোমকে। মাত্র ১ রান করেন গ্র্যান্ডহোম। নাসুমের একই ওভারে ১ রানে ফেরেন টম ব্লান্ডেল। এর আগে প্রথম ওভারে রাচিন রবীন্দ্রকে ফেরান মেহেদী। মাত্র ৮ রানে দলটি হারিয়েছে ৩ উইকেট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচেই প্রথম ওভার করেছিলেন মেহেদী হাসান। নিউ জিল্যান্ডের বিপক্ষে তার ব্যতিক্রম হয়নি। ইনিংসের তৃতীয় বলে রাচিন রবীন্দ্রকে ফেরালেন সাজঘরে। নিজের অভিষেক ম্যাচে মেহেদীর হাতেই ক্যাচ দিয়ে ০ রানে ফেরেন রাচিন।