টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের শুরুটা ভালো হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে গ্রুপ-১ এ থাকা নিগার সুলতানা জ্যোতিরা। তবে সেই হতাশা পুষে রাখার সুযোগ নেই। সামনে এবার হট ফেভারিট অস্ট্রেলিয়া। আজ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জ্যোতিরা মুখোমুখি হবে শক্তিশালী দল অস্ট্রেলিয়ার। পোর্ট এলিজাবেথে মঙ্গলবার খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।.
শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর বাংলাদেশ অধিনায়ক জ্যোতি বলেন, ‘আমরা এখন অস্ট্রেলিয়াকে নিয়ে ভাবছি। শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়ার প্লেতে আমাদের ব্যাটিং দুর্দান্ত ছিল। কিন্তু ৬ ওভারের পর বাউন্ডারি পাইনি। এর মূল্যই দিতে হয়েছে। বাউন্ডারি মারা নিয়ে কাজ করতে হবে আমাদের।’
২০১৪ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আর জয় পায়নি বাংলাদেশ। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মেয়েদের ২০ ওভারের বিশ্বকাপে টানা ১৩ ম্যাচ হেরেছে। অস্ট্রেলিয়ার মত ফেভারিট দলের বিপক্ষে বাংলাদেশের জন্য তাই বড় চ্যালেঞ্জ। যদিও চলতি আসর শুরুর আগে সেমিফাইনালের স্বপ্নের কথা বলেছিলেন জ্যোতিরা।
শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ছাড়াও বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
খুলনা গেজেট/ বি এম এস