খুলনা, বাংলাদেশ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় কিশোরগঞ্জের এসপি ও ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা প্রত্যাহার এবং কিশোরগঞ্জে দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা ও এসবির এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত
  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নিহত ৫, গুরুতর আহত আরও ১০

নারী বিপিএলের সর্বোচ্চ বেতন ৫ লাখ

ক্রীড়া প্রতিবেদক

বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নারী ক্রিকেটের দিকে নজর রেখেছেন ফারুক আহমেদ। তার উদ্যোগে নারী ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজে দেখা গিয়েছিল স্পন্সর। এবার নারী ক্রিকেটারদের জন্য বিপিএল আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আগামী ১০ ফেব্রুয়ারি মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। ইতোমধ্যে টুর্নামেন্টটির জন্য ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করেছে বিসিবি। প্রথম আসরটি তিনটি দল নিয়ে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার জানিয়েছেন, তিনটি ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছে। এ ছাড়া চতুর্থ দলের জন্য আলোচনা চলছে, তবে চূড়ান্ত না হলে তিন দল নিয়েই টুর্নামেন্ট শুরু হবে।

প্রতি দলে ১৫ জন করে ক্রিকেটার থাকবে। এ ছাড়া নীতিমালায় একজন বিদেশি ক্রিকেটার খেলার সুযোগ রাখা হয়েছে। তবে এই বিদেশি খেলোয়াড়দের মান কেমন হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ক্রিকেটারদের পাঁচটি ক্যাটেগরিতে ভাগ করেছে বিসিবি। আইকন ক্রিকেটারের পারিশ্রমিক ধরা হয়েছে ৫ লাখ টাকা। এ ক্যাটেগরির বেতন ধরা হয়েছে ৪ লাখ টাকা, ‘বি’ ক্যাটেগরির বেতন ধরা হয়েছে ৩ লাখ টাকা, সি ক্যাটেগরির বেতন ধরা হয়েছে ২ লাখ টাকা, ‘ডি’ ক্যাটেগরির বেতন ধরা হয়েছে ১ লাখ টাকা।

প্রতি দলে একজন আইকন ক্রিকেটার রাখা হবে। এ-ক্যাটেগরিতে থাকবেন দুইজন, ‘বি’ ক্যাটেগরিতে দুইজন, সি-ক্যাটেগরিতে তিনজন এবং ডি-ক্যাটেগরিতে চারজন খেলোয়াড়।

বাশার বলেন, আমরা আইকন রাখব একজন করে। এ গ্রেডে দুজন, বি গ্রেডে দুজন, সি গ্রেডে তিনজন, ডি গ্রেডে চারজন খেলোয়াড় রাখা হবে। যেহেতু ছেলেদের বিপিএল শেষ হওয়ার তিন দিনের মধ্যেই মেয়েদের বিপিএল, আমরা চেষ্টা করছি ফ্র্যাঞ্চাইজিদের ওপর যাতে চাপ না পড়ে। ৩২ থেকে ৩৩ লাখ টাকার মধ্যে খেলোয়াড় সম্মানী রাখতে পারলে সহনশীল হবে। ৫০ লাখের মধ্যে যাতে টুর্নামেন্ট শেষ করতে পারে।

উল্লেখ্য, সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে। ৮ থেকে ৯ দিনের মধ্যে শেষ হবে এ টুর্নামেন্ট।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!