বাংলাদেশ নারী ক্রিকেটে জতীয় দলের ব্যস্ততা শেষ হয়েছিল বেশ কয়েকদিন আগেই। তবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে নতুন প্রধান কোচ সারোয়ার ইমরানের অধীনে অনুশীলন করতে দেখা গিয়েছিল নারী দলের ক্রিকেটারদের। পরবর্তীতে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয় ঘরোয়া ক্রিকেটের বড় আসর নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)।
আর এই আসরে গতকাল নারী আম্পায়ার হিসেবে অভিষেক হয়েছে রেবেকা সুলতানার। গতকাল বিকেএসপি এবং কলাবাগান ক্রীড়া চক্র ম্যাচ দিয়ে ঘরোয়া ক্রিকেটের আম্পায়ার হিসেবে যাত্রা শুরু হয়েছে তার। এছাড়া পঞ্চম নারী আম্পায়ার হিসেবে অভিষেকের খাতায় নাম লেখালেন রেবেকা।
বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, ‘নতুন আম্পায়ার আসছে, এটা ভালো। নতুন কেউ আসলে সামনে ২০ বছর সার্ভিস দিতে পারবে। আমরা ভালো কিছুর জন্যই সবসময় চেষ্টা করে যাচ্ছি।’
এর আগে অবশ্য রিজার্ভ আম্পায়ার হিসেবে মাঠে কাজ করেছেন রেবেকা, তবে গতকালই ছিল অভিষেক। এই আম্পায়ার জানিয়েছেন নিজের স্বপ্নের কথা। লক্ষ্য হিসেবে সেট করেছেন আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করা। তিনি খুলনা গেজেটকে বলেন, যেহেতু আমি ক্রিকেটার ছিলাম এ জন্য আম্পায়ারিং করতে আমার ভালো লাগে।
রেবেকা অবশ্য আম্পায়ারিং করতে কাঠখড় কম পোড়াননি জীবনে। কোয়ালিফায়ার ম্যাচ, বয়সভিত্তিক ক্রিকেট, প্রথম বিভাগ ক্রিকেট থেকে শুরু করে সব জায়গায় সফলতার চিত্র দেখিয়ে সবশেষ যুক্ত হয়েছেন ঘরোয়া ক্রিকেটের বড় আসরে।
খুলনা গেজেট/এমএম