রাজধানীর রমনা এলাকার নিউ ইস্কাটনের একটি বাসা থেকে সুপ্রিয়া কর্মকার (৩৬) নামে এক নারী চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ মে) দুপুর পৌনে ১ টায় ১১২ নিউ ইস্কাটনের পঞ্চম তলায় বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রমনা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
রমনা থানার উপ-পরিদর্শক এসআই নারায়ণ সরকার পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন, সুপ্রিয়া কর্মকার বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে এফসিপিএস কোর্স করছিলেন। ১৬ মে রাতের খাওয়া-দাওয়া শেষে সাড়ে ১০ টার দিকে তার কক্ষে ঘুমাতে যান।
পরদিন সকাল ১১ টা পর্যন্ত যখন ঘুম থেকে উঠছিলেন না, তখন ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ওই নারী চিকিৎসকের ছোট ভাই সুতনু কর্মকার দরজার ফাকা দিয়ে দেখতে পান সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচানো অবস্থায় তিনি ঝুলছিলেন। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
তবে কি কারণে আত্মহত্যা করেছেন সে বিষয়ে কিছুই জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
মারা যাওয়া সুপ্রিয়া কর্মকার ভোলা জেলার লালমোহন উপজেলার কর্তার হাট গ্রামের সুধীর কর্মকার ও মাতা পান্না কর্মকারের মেয়ে। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়।
খুলনা গেজেট/ এস আই