আমি নারী
আমার কোন অধিকার নেই,
আমার স্বাধীনতা নেই,
আমার কোন মূল্য নেই,
আমি এ সমাজেরই নারী।
আমি নারী
আমি হেয়, আমি জঘন্য,
আমি অবজ্ঞায়িত
সমাজপতি দিয়েছে এ আইন।
আমি নারী
আমি বিদ্রোহী কবির মননে বলতে পারিনা —
আমি বুকে নিতে পারি না,
আমি আঘাত হানি।
আমি নারী
আমি আঘাত হানতে পারি না
আমি বুকে চেপে ধরি।
আমি এ সমাজেরই নারী
আমি এক স্বপ্নধারী নারী।
খুলনা গেজেট/এনএম