উমরাহ পালন করতে গিয়ে পবিত্র কাবা ঘরের সামনে দাঁড়িয়ে নারায়ণগঞ্জকে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত করার অঙ্গীকার করলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) পবিত্র কাবা ঘরের সামনে ধারণকৃত এক ভিডিও বার্তায় এ অঙ্গীকারের কথা বলেন তিনি।
শামীম ওসমান বলেন, ‘কাবা শরীফ ছুয়ে আমি ওয়াদা করেছিলাম, নারায়ণগঞ্জ থেকে নিষিদ্ধপল্লী উঠিয়ে দিব। আল্লাহ আমাকে কবুল করেছিলেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনার উসিলায়।’
মাদক নির্মূল করা পুলিশের একার পক্ষে সম্ভব না উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে, আপনারা দয়া করে নারায়ণগঞ্জের ভালো মানুষগুলো এগিয়ে আসেন। কেননা ভালো মানুষগুলো এগিয়ে আসলে, পঞ্চায়েক ভিত্তিক সমাজ ব্যবস্থা করলে নারায়ণগঞ্জের এই মাদক-সন্ত্রাস-চাঁদাবাজী আমরা বন্ধ করতে পারি।’
তিনি আরও বলেন, ‘আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে নিয়ে আসেন তাহলে এ ব্যাপারে আমি উদ্যোগ নিব। আমি আপনাদের সবার সহযোগীতা চাই।’
এর আগে নারায়ণগঞ্জবাসীকে সালাম জানান এবং নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীর জন্য দোয়া চান তিনি। একই সাথে তার ওমরাহ কবুল হওয়ার জন্য সকলের নিকট দোয়া চান শামীম ওসমান।
খুলনা গেজেট/এইচ