খুলনা, বাংলাদেশ | ১১ মাঘ, ১৪৩১ | ২৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নগরীর শেখপাড়া তেতুলতলায় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অর্নব কুমার সরকার গুলিতে নিহত

নারায়ণগঞ্জে সাংবাদিককে কুপিয়ে জখম

গেজেট ডেস্ক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সোহেল কিরণ (৩৩) নামে এক সাংবাদিককে ‘কলি বাহিনীর’ সন্ত্রাসীরা কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। মঙ্গলবার (০৪ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় এ ঘটনা।

সোহেল কিরণকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে মুমূর্ষ অবস্থায় ভুলতা আল রাফি হাসপাতালে ভর্তি করা হয়।

সোহেল কিরণ উপজেলার কাঞ্চন এলাকার আব্দুল হান্নান ছেলে। তিনি বাংলা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

সোহেল কিরণের ভাই শাহেল মাহমুদ জানান, মঙ্গলবার তারাবী নামাজের পর রাত পৌনে ১০টার দিকে সোহেল কিরণ তার বন্ধু সাইফুল ইসলামকে নিয়ে কাঞ্চন বাজারে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন ছিলেন। এ সময় ‘কলি বাহিনীর’ আফজালসহ কয়েকজন মিলে সোহেল কিরণসহ বন্ধু সাইফুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। সোহেল কিরণকে সন্ত্রাসী আফজালসহ হামলাকারীরা চড়-থাপ্পর মারতে থাকে। পরে আফজাল ধারাল অস্ত্র দিয়ে সোহেল কিরণের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

শাহেল মাহমুদ আরো জানান, আফজালসহ কলি বাহিনী সন্ত্রাসীরা এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা, জমি দখল থেকে শুরু করে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। আর আফজালসহ কলি বাহিনীর সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলা টিভিতে একাধিকবার সংবাদ প্রচার করা হয়। ওই সংবাদকে কেন্দ্র করেই তার সোহেল কিরণকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়।

রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলিম বলেন, সাংবাদিকের ওপর হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও উপযুক্ত বিচার না হলে সাংবাদিক সমাজের পক্ষ থেকে ঢাকা সিলেট ও এশিয়ান বাইপাস মহাসড়ক অবরোধসহ বৃহৎ আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

ঘটনার সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, কলি বাহিনীর সন্ত্রাসী আফজালসহ হামলাকারীদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে। যে কোনো মূল্যে তাদের গ্রেপ্তার করা হবে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!