নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় একটি কাঁচাবাজারে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে।শনিবার দিবাগত রাত ৪টার দিকে এই আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. ফখরুদ্দিন আহাম্মদ।
তিনি জানান, আগুনের মাত্রা অনেক বেশি, এটি ক্রমেই চারদিকে ছড়াচ্ছে। কাঁচাবাজার হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে যাচ্ছে। খবর পেয়ে কাঞ্চন, ডেমরা, আড়াইহাজার ও পূর্বাচল ফায়ার স্টেশনের মোট দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আমরা এখনও কাজ করে যাচ্ছি। তবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার জানান, সংবাদ পেয়ে ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের আড়াইহাজার, কাঞ্চন নদী, ডেমরা, ও পূর্বাচল ফায়ার স্টেশনের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সর্বশেষ ভোর ৫টা পর্যন্ত আগুন জ্বলছিল। আগুনে এখনো হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
খুলনা গেজেট/এইচ