নারায়ণগঞ্জে রূপগঞ্জে একটি স্যালাইন তৈরির কারখানা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার মইকুলি এলাকার ওরিয়ন ইনফেনশন লিমিটেড নামে ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের জেলা উপসহকারী পরিচালক মো. ফকর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর পৌনে ১টার দিকে উপজেলার মইকুলি এলাকার ওরিয়ন ইনফেনশন লিমিটেড নামে ওই স্যালাইন তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
খুলনা গেজেট/এমএম