খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে সাত খুনের ঘটনায় জড়িত সন্দেহে আকাশ মন্ডল ইরফানকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব
  খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ

নামিবিয়াকে আফগানিস্তানের ১৬১ রানের চ্যালেঞ্জ

গে‌জেট ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন আসগর আফগান। নামিবিয়ার বিপক্ষে আবু ধাবিতে শেষবারের মতো পড়েছেন আফগানিস্তানের জার্সি। এই ম্যাচ তিনি রাঙালেন ৩১ রান করে।

টস জিতে ব্যাটিংয়ে দারুণ শুরুর পর হঠাৎ ছন্দপতন হলে আসগর দলকে উদ্ধার করেন। দারুণ কিছু শটে চার-ছক্কা হাঁকান, যদিও শেষ পর্যন্ত থাকতে পারেননি ক্রিজে। শেষ দিকে মোহাম্মদ নবীর ঝলকে ৫ উইকেটে ১৬০ রান করেছে আফগানিস্তান।

হযরতউল্লাহ জাজাই ও মোহাম্মদ শাহজাদের উদ্বোধনী জুটিতে ৫০ রান করে আফগানিস্তান। পাওয়ার প্লে শেষ হওয়ার চতুর্থ বলে ৫৩ রানের জুটি ভেঙে যায়। ২৭ বলে ৪ চার ও ২ ছয়ে ৩৩ রান করেন জাজাই। এরপরই ধীর হতে থাকে আফগানিস্তানের রানের গতি।

রহমানউল্লাহ ‍গুরবাজ (৪) বিদায় নেওয়ার পর শাহজাদ মাত্র ৫ রানের জন্য হাফ সেঞ্চুরি পাননি। ৩৩ বলে ৩ চার ও ২ ছয়ে ৪৫ রান করেন আফগান ওপেনার। এরপর নাজিবউল্লাহ জাদরানকে (৭) নিয়ে হাল ধরেন আসগর। তাদের জুটি ভাঙে ২৪ রানে।

একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন আসগর। তাকে দারুণ সঙ্গ দেন অধিনায়ক মোহাম্মদ নবী। শেষ বল পর্যন্ত খেলতে পারেননি আসগর। সাবেক অধিনায়ক থামেন ১৯তম ওভারের শেষ বলে। ২৩ বলে ৩ চার ও ১ ছয়ে সাজানো ছিল তার ৩১ রানের ইনিংস। ভাঙে ৩৫ রানের জুটি।

নবী শেষ দুই ওভারে তিন চার ও এক ছয়ে রান ছাড়ান দেড়শ। আফগান অধিনায়ক ১৭ বলে ৫ চার ও ১ ছয়ে ৩২ রানে অপরাজিত থাকেন।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!