খুলনা, বাংলাদেশ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বিমসটেক সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার থাইল্যান্ড যাবেন প্রধান উপদেষ্টা
  মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৪ যুবক নিহত

নামাজের আগেই ভারতে বিস্ফোরক নিয়ে মসজিদে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরের নামাজের আগেই ভারতের মহারাষ্ট্রের বীড জেলায় মসজিদে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৩১ মার্চ) গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দুজনই বীডের গেওরাই তালুকের বাসিন্দা। খবর হিন্দুস্তান টাইমস।

প্রাথমিক তদন্তে জানা গেছে, জিলেটিন স্টিক ব্যবহার করে হামলা চালানো হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ আরও জানিয়েছে, ছক কষেই হামলা চালানো হয়েছে। জানা গেছে, এক যুবক প্রথমে মসজিদের ভিতরে প্রবেশ করে জিলেটিন স্টিক রেখে যায়। পরে সেই জিলেটিন স্টিকে বিস্ফোরণ ঘটানো হয়।

বিষয়টি স্থানীয় গ্রাম প্রধানের নজরে আসতেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করেন তিনি। ভোর রাতেই তিনি পুলিশকে খবর দেন। বীডের পুলিশ সুপার নভনীত কানওয়াত নিজে ঘটনাস্থলে যান।

এই ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে ওই এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। কঠোর করা হয় নিরাপত্তা ব্যবস্থা।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এই বিস্ফোরণের ফলে মসজিদের ভিতরের মেঝের বেশ কিছুটা অংশ ফেটে গেছে। ফাটল ধরেছে মসজিদের মূলে কাঠামোতেও।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় জড়িত সন্দেহে যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরই একজন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও আপলোড করে। সোশাল মিডিয়ায় সেই ভিডিও আপলোড হওয়ার বিষয়টি পুলিশের নজরে আসতেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!