নাফিজ মোহাম্মদ আলম নামের যুবককে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ।
বাহিনীর গুলশান বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাফিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি পলাতক ছিলেন। রোববার সন্ধ্যায় গ্রেপ্তার করা এ ব্যক্তিকে সোমবার আদালতে উপস্থাপন করা হবে।
এর আগে ২০২১ সালের নভেম্বরে র্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন নাফিজ। তখন তার এক বান্ধবীকেও আটক করে বাহিনীটি। সে সময় নাফিজের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের কথা জানায় র্যাব। এ ছাড়া নাফিজের কাছ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত ওয়াকিটকি, পুলিশের ক্যাপ, ব্যাজসহ দুটি খেলনা পিস্তল উদ্ধারের কথাও জানায় বাহিনীটি।
উল্লেখ্য, সম্প্রতি ডয়চে ভেলের একটি বিশেষ তথ্যচিত্রে সাক্ষাৎকার দেয়া যুবক এই নাফিজ মোহাম্মদ আলম বলে তারা এক প্রতিবেদনে জানিয়েছে।
খুলনা গেজেট/এনএম