সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ জানিয়ে শোক প্রকাশ করেছে গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদমাধ্যমকর্মীদের সুরক্ষা নিয়ে কাজ করা অনেকগুলো দেশের জোট ‘মিডিয়া ফ্রিডম কোয়ালিশন’ (এমএফসি)।
নাদিমের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বৃহস্পতিবার এক বিবৃতিতে জোট বলেছে, আমরা এটা জানতে পেরে উৎসাহিত হয়েছি যে, কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করে এবং আইনি প্রক্রিয়া শুরুর মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করেছে। কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করা, প্রকৃত ঘটনা রিপোর্ট করা এবং আইডিয়ার অবাধ প্রবাহ প্রচারে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।
সংবাদপত্রের স্বাধীনতা, প্রতিশোধ বা ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় ছাড়াই সাংবাদিকদের কাজ করার অধিকার এবং সাংবাদিকদের উপর হামলার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার জন্য এগিয়ে আসতে বাংলাদেশে প্রভাবশালী অবস্থানে থাকা সকলকে আহ্বান জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন।
উক্ত বিবৃতিতে স্বাক্ষর করেছে ১১ টি দেশের ঢাকাস্থ দূতাবাস এবং হাইকমিশনঃ কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।
খুলনা গেজেট/এনএম