খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি
  ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
  মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
  যাত্রীবাহী বাসের অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুটোতেই আগুন, পুড়ে নিহত ৪

নাগরিক নারী ঐক্যের খুলনা সদর থানার কমিটি গঠন

গেজেট ডেস্ক

নগরীর এমটি রোডের একটি বাস ভবনে শুক্রবার বিকেলে নাগরিক নারী ঐক্যের খুলনা সদর থানার কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সমাজকর্মি মোসাঃ আনোয়ারা জামান সভায় সভাপতিত্ব করেন ।

প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও খুলনা জেলা ফুটবল দলের প্রশিক্ষক মোঃ মোস্তাকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন নগর নারী ঐক্যের সদস্য সচিব পারভিন সুলতানা চুমকি। সভায় সর্ব সম্মতিক্রমে মোসাঃ আনোয়ারা জামাকে আহবায়ক ও সুইটি আক্তারকে সদস্য সচিব করে নারী ঐক্যের খুলনা সদর থানা কমিটি গঠন করা হয়। প্রধান অতিথি মোস্তাকুজ্জামান স্বৈরশাষনের অবসান ঘটাতে সহস্র শহীদের আত্মদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, অর্জিত গণতন্ত্র লুটপাটকারিদের হাতে যেন না পড়ে। এতে স্বৈরাচারের দোসরদের আস্ফালন ঘটবে। অর্জিত গণতন্ত্রের সুফল ভোগ করতে নারী অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। সভায় দলের আদর্শের প্রতি একাত্মতা পোষণ করে গগনবাবু রোডের জাহানারা ময়না নারী ঐক্যে যোগদান করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!