খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ২
  ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে গেছে : আইন উপদেষ্টা

নাইজেরিয়ায় স্কুল থেকে ২৭৫ শিক্ষার্থী অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে একটি স্কুলে হামলা চালিয়ে ২৭৫ জন শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্ধুকধারীরা। দেশটিতে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার গণঅপহরণের এই ঘটনা ঘটল।

কাদুনা রাজ্যের স্থানীয় সরকার জানিয়েছে, বৃহস্পতিবার (৭ মার্চ) কুরিগা স্কুল থকে ওইসব শিক্ষার্থীদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়। কিন্তু কতজন শিক্ষার্থীকে অপহরণ করেছে সে সম্পর্কে তারা কোনো তথ্য দিতে পারেনি।

আল জাজিরার সাংবাদিক নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে শুক্রবার জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষ রাজ্য সরকারকে ২৫ জন শিক্ষার্থী ফিরে আসার কথা জানিয়েছেন এবং ২৭৫ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানানো হয়।

আল জাজিরার সাংবাদিক পিদেলিস এমবাহ জানিয়েছেন, নিখোঁজ শিক্ষার্থীদের মধ্যে ১৭৫ জনের বছর ৮ থেকে ১৫ বছরের মধ্যে।

আফ্রিকার গণবসতিপূর্ণ দেশগুলো অপহরণের ঘটনা খুবই স্বাভাবিক। কারণ এসব দেশে অনেক সশস্ত্র অপরাধী বাহিনী প্রায়ই স্কুলে হামলা চালিয়ে শিক্ষার্থীদের অপহরণ করে নিয়ে যায়। বিগত দিনগুলোতেও এ ধরনের ঘটনা ঘটেছে।

কুরিগার স্থানীয় কাউন্সিলর ইদ্রিস মিয়াআলুরা বলেন, বন্দুকধারীরা প্রথমে একটি প্রাথমিক স্কুলে হামলা চালিয়ে অনেক শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায়। পরে ১০০ জন শিক্ষার্থীকে ছেড়ে দেয়া হয় এবং বাকীরা পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকরা এমন ঘটনায় প্রশাসনের নিরাপত্তার ত্রুটিকে দায়ী করেছেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!