পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার সহিংসতায় বিধ্বস্ত মধ্যাঞ্চলীয় প্লাতিউ রাজ্যে ডাকাত দলের অতর্কিত হামলায় অন্তত ৭০ জন কমিউনিটি নিরাপত্তা স্বেচ্ছাসেবী নিহত হয়েছেন। বুধবার(৯ জুলাই) প্লাতিউ রাজ্যের স্থানীয় কয়েকজন বাসিন্দা ও একজন স্বেচ্ছাসেবী নেতা ডাকাতদের হামলায় স্বেচ্ছাসেবী নিরাপত্তকর্মীদের প্রাণহানির এই তথ্য জানিয়েছেন।
স্বেচ্ছাসেবী নেতা আলিউ বাফা বলেন, সোমবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে প্লাতিউ রাজ্যের কানাম জেলার কুকাওয়া ও বুনিউন এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। শত শত স্বেচ্ছাসেবী নিরাপত্তা কর্মী ভারী অস্ত্রে সজ্জিত ডাকাতদের আস্তানা হিসেবে পরিচিত ‘মাদাম ফরেস্টে’র দিকে যাওয়ার সময় অতর্কিত হামলার শিকার হয়েছেন।
আলিউ বাফা বলেন, ডাকাতদের অতর্কিত হামলায় ৭০ জনেরও বেশি স্বেচ্ছাসেবী নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। ওই এলাকায় আরও মৃতদেহ পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন তিনি।
বুনিউনের স্থানীয় বাসিন্দা মুসা ইব্রাহিম ওই হামলার বিষয়ে বলেন, ডাকাতরা বুনিউনের ১০ স্বেচ্ছাসবী নিরাপত্তাকর্মীকেও হত্যা করেছেন। এ সময় কয়েকটি বাড়িও পুড়িয়ে দিয়েছেন তারা।
আফ্রিকার সর্বাধিক জনবহুল এই দেশটিতে গত কয়েক মাসে ব্যাপক সহিংসতা বৃদ্ধি পেয়েছে। দেশটির বিভিন্ন প্রান্তে সংঘবদ্ধ অপরাধী চক্র কিংবা মিলিশিয়া গোষ্ঠীগুলো প্রায়ই বেসামরিক নাগরিকদের প্রাণঘাতী হামলা চালিয়ে আসছে। এসব হামলার ঘটনায় কেবল চলতি বছরের প্রথমার্ধেই ২ হাজার ২৬৬ জন নিহত হয়েছেন।
তবে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে প্লাতিউ রাজ্য পুলিশের মন্তব্য পাওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
সূত্র: রয়টার্স
খুলনা গেজেট/এএজে