খুলনা, বাংলাদেশ | ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  আগরতলায় সহকারী হাইকমিশনে হামলায় ৩ পুলিশ বরখাস্ত, গ্রেপ্তার ৭
  ভারতীয় সব বাংলা চ্যানেল সম্প্রচার বন্ধ চেয়ে করা রিটের শুনানি বুধবার

‘নষ্ট করার মতো এক সেকেন্ডও নাই, দ্রুত সরকার গঠন করেন’

গেজেট ডেস্ক 

ছাত্র আন্দোলনের শুরু থেকেই শুরু থেকেই সরব ছিলেন নির্মাতা মোস্তফা সর‍য়ার ফারুকী। এবার দ্রুত সরকার গঠনের আহ্বান জানালেন তিনি।

সোমবার (৬ আগস্ট) তিনি সামাজিকযোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘আপনারা দয়া করে দ্রুত সরকার গঠন করেন। এবং পুলিশ বাহিনীকে (কিছু অপরাধী অফিসার বাদে) কনফিডেন্স দেন, তাদেরকে কাজে নামান দ্রুত! তারা আমাদেরই বাহিনী। মিলিটারি ভাইয়েরা, সার্বিক নিরাপত্তার দিকে নজর রাখেন। দেশটা দ্রুত স্বাভাবিক করার দিকে এগিয়ে যাই চলেন।

অ্যান্ড স্যালুট স্টুডেন্টস অ্যান্ড জেনারেল পিপল ফর স্টেপিং ফরওয়ার্ড টু ফিল দ্য ভ্যাকুয়াম বাট দ্য গভমেন্ট নিডস টু স্টার্ট ফাংকশনিং। নষ্ট করার মতো এক সেকেন্ডও নাই।’

এর আগে তিনি লিখেছিলেন, ‘বিজয়ের আনন্দ অবশ্যই করবো! কিন্তু এখন সময় সংযমেরও, চোখ কান খোলা রাখারও। আমরা ২০ বছর প্রতিহিংসার রাজনীতি দেখেছি। প্রতিহিংসার উত্তর দিবো আমরা কাইন্ডনেস এবং এমপ্যাথি দিয়ে। পাশাপাশি আমরা চোখ খোলা রাখবো আগামী দুই তিন দিন।

নিশ্চয়ই আমরা একটা মানবিক গণতান্ত্রিক সমাজ নির্মাণের দিকে আগাইয়া যাবো। লাস্টলি, স্যালুট টু বাংলাদেশী ইয়ুথ অ্যান্ড পিপল ফ্রম অল ওয়াকস। টুগেদার উই স্ট্যান্ড টল।’

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!