সাতক্ষীরা কালিগঞ্জের নলতায় সাইফুল ইসলাম ওরফে সামাদ (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে আসায় পালিয়ে যায় হামলাকারী মাদকাসক্ত আশরাফুল ইসলাম অমিত (১৮)।
মঙ্গলবার (১১ মার্চ) মাগরিবের নামাজের পর সন্ধ্যা পৌনে ৭ দিকে উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর হুসাইনাবাদ সিদ্দিকীয় ফাজিল মাদ্রসার সামনে এঘটনা ঘটে।
আহত সাইফুল ইসলাম কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
স্থানীয়রা জানান, সাইফুল ইসলাম মাদ্রাসা সংলগ্ন মসজিদে ইফতার ও মাগরিবের নামাজ শেষে বাইরে বের হলে একই গ্রামের রেজাউল পাড়ের ছেলে মাদকাসক্ত আশরাফুল ইসলাম অমিত তাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা চালায়।
রক্তাক্ত জখম হওয়া সাইফুল ইসলামের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে আশরাফুল ইসলাম অমিত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা সাইফুল ইসলামকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/রুহুল কুদ্দুস/এইচ