খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে `Essentials of Higher Education in Abroad: Awarness on TOEFL & GRE’ শীর্ষক উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইউনিভার্সিটির একাডেমিক বিল্ডিং ১ এবং ২ এ দুইটি পর্ব অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডিপি কিউব লার্নিং এর কান্ট্রি ম্যানেজার, আনোয়ার নাসের। সেমিনারে TOEFL, GRE এবং নর্থ আমেরিকা ও ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।

সেমিনারের পূর্বে ডিপি কিউব লার্নিং এর একটি প্রতিনিধি দল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডঃ মোঃ বজলার রহমান এর সাথে উপাচার্য দপ্তরে সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের জন্য সহায়ক সব কিছু করার ব্যাপারে আশা ব্যক্ত করেন এবং উচ্চতর গবেষণায় উভয় প্রতিষ্ঠান একযোগে কাজ করবে বলে ঘোষণা দেন।

সেমিনার শেষে ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব সায়েন্স এন্ড টেকনোলজির ডিন প্রফেসর ডঃ মোঃ নওশের আলি মোড়ল, মূখ্য আলোচক কে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রক্টর শেখ মাহরুফুর রহমান, সিএসই ডিপার্টমেন্ট এর প্রধান তাজুল ইসলাম, সহকারী প্রক্টর মো আসাদুজ্জামান, মোঃ শামিম রেজা এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!