নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে আনন্দঘন পরিবেশে বাংলা বর্ষবরণ-১৪২৯ এর অনুষ্ঠানমালা উদযাপিত হয়েছে। এ দিন সকালে একাডেমিক ভবন-১ থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়।
সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন মিলনায়তনে বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ বজলার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান জননেতা এস. এম. কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ মোঃ ওবায়দুল্লাহ, পবিত্র কুমার সরকার।
আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সুধীর কুমার পাল, সায়েন্স এ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল, লিবারেল অব আর্টস এন্ড হিউম্যান সায়েন্স ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. আবদুল্লা-হেল বাকী, রেজিস্ট্রার মুহম্মদ শরিফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডঃ নাসিম আহমেদ, প্রক্টর শেখ মাহরুফুর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) রবীন্দ্রনাথ দত্ত প্রমূখ।
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টরবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর মোঃ আসাদুজ্জামান।
খুলনা গেজেট/ এস আই