খুলনা, বাংলাদেশ | ১৩ আশ্বিন, ১৪৩১ | ২৮ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৬০
  হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত, নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি
  ছাত্র আন্দোলনে ১৫৮১ জন নিহত হয়েছেন : স্বাস্থ্য বিষয়ক উপ কমিটি
  পাবনায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নরসিংদীতে দু’গ্রুপের গোলাগুলি, আহত ৪

গেজেট ডেস্ক 

গোষ্ঠীগত দাঙ্গা ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি চলছে। শনিবার (২২ জুন) সন্ধ্যা ৭টার দিকে মেথিকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে রায়পুরা থানা পুলিশ, ডিবি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে।

জানা যায়, এলাকায় আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রায়পুরার মেথিকান্দা গ্রামের আবিদ হোসেন রুবেলের সঙ্গে একই গ্রামের সাবেক ইউপি সদস্য হারুনের দ্বন্দ্ব চলে আসছিল। এরই মধ্যে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুমনকে পিটিয়ে হত্যা করে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হোসেন রুবেল ও তার সমর্থকরা। এই ঘটনায় হত্যা মামলার পর এলাকা ছেড়ে যায় রুবেল। ওই সময় এলাকার নিয়ন্ত্রণ নেয় হারুন ও তার সমর্থকরা। ঈদের আগে হত্যা মামলার জামিন পায় রুবেল। পরে এলাকার আধিপত্য নিয়ন্ত্রণে নিতে আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হারুনের সমর্থকদের উপর হামলা চালায়। ওই সময় প্রতিপক্ষদের এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণ করে রুবেলের সমর্থকরা। এতে দুই পক্ষই সংঘর্ষে জড়ায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!