খুলনায় নমুনা সংগ্রহের পরিমাণ বৃৃদ্ধি ও দ্রুত রিপোর্ট দেয়া এবং পর্যাপ্ত অক্সিজেন সরবরাহসহ আরও একটি করোনা ডেডিকেটেট হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় নগরীর সাতরাস্তা মোড়ের শহীদ ডাঃ মিলন চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনের আয়োজক জনউদ্যোগ খুলনা।
মানববন্ধনের অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন বিএমএ’র সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম। সভা পরিচালনা করেন জনউদ্যোগ খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন। এসময়ে বক্তৃতা করেন শ্যামল সিংহ রায়, মুক্তিযোদ্ধা আ ফ ম মহসীন, শরীফ শফিকুল হামিদ চন্দন, এ্যাড. মোমিনুল ইসলাম, শেখ মফিদুল ইসলাম, মিজানুর রহমান বাবু, জনার্দন নান্টু, মনির হোসেন চৌধুরী, এসএম ইকবাল হোসেন বিপ্লব, এমএ কাশেম, মোঃ আব্দুল্লাহচৌধুরী, শাহ লায়েকউল্লাহ, আহসান হাবিব, ইসরাত আরা হীরা, নূরুন নাহান হীরা, খোন্দকার হুমায়ুন কবির, জেসমিন জামান, কৃষ্ণা দাস, হিরন্ময় মন্ডল, নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, আব্দুল হালিম, সঞ্জয় কুমার মল্লিক, মোঃ রেজাউল করিম, জান্নাতুল আক্তার দোলন, আজিজুর রহমান, কাকলী আক্তার, সুরাইযা আক্তার আবিদ শান্ত ও মুশফিক আজাদ প্রমুখ।
খুলনা গেজেট/এআইএন