খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

নমুনা পরীক্ষা করার আগেই বৃদ্ধের মৃত্যু

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা গ্রহনে দ্বিতীয় দিনেও উপচে পড়া ভীড়, লম্বা লাইনে দাড়িয়ে দীর্ঘক্ষন বসে টিকা নিচ্ছেন নারী-পুরুষ। নমুনা পরীক্ষা করাতে এসে হাসপাতাল চত্ত্বরে করোনা উপসর্গ নিয়ে আব্দুল মজিদ গাজী (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ জুলাই) সকাল ১১টায় হাসপাতাল চত্ত্বরে সানকিভাঙ্গা এলাকার মৃত. মোতাহার আলী গাজির ছেলে কৃষক আব্দুল মজিদ গাজী জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে নমুনা পরীক্ষা করাতে ভ্যান যোগে হাসপাতালে আসেন। নমুনা পরীক্ষার পূর্বেই ভ্যানের ওপর বসে প্রচন্ড শ্বাসকষ্টে ছটফট করে তার মৃত্যু হয়। এ সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্ত্বর।

এদিকে সকাল ১০ টা থেকেই করোনার টিকা দিতে আসা নারী পুরুষ রোগীদের ভীড় দেখা গেছে। দীর্ঘ লাইনে দাড়িয়ে রেজিষ্ট্রশন কার্ড হাতে নিয়ে টিকা গ্রহন করছেন।

এ সর্ম্পকে উপজেলা প: প: কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, করোনা টিকার দ্বিতীয় পর্যায় মঙ্গলবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। অনলাইনে রেজিষ্ট্রেশন ভূক্ত দুই দিনে ২১৮ জন নারী পুরুষ টিকা গ্রহন করেছে। এ বারে সাইনোর্ফামা (চায়না) এ ভেকসিন প্রথম ডোজে ২ হাজার পরবর্তীতে দ্বিতীয় ডোজে ২ হাজার মানুষ টিকা গ্রহন করতে পারবে বলে জানিয়েছেন তিনি।

নমুনা পরীক্ষা করতে আসা আব্দুল মজিদ গাজী গত এক সপ্তাহ ধরে জ্বর ও শ্বাস কষ্টে ভূগছিলো। নমুনা পরীক্ষার পূর্বেই তিনি মারা গেছে।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!