খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীতে ফার্মগেটে বণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে
  গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত
  ঝিনাইদহে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু

নভেম্বরেই মাঠে ফিরছেন সাকিব আল হাসান

ক্রীড়া প্রতিবেদক

আর মাত্র ২৩ দিন পর নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলবে সাকিব আল হাসানের। এরপর মাঠে ফিরতে পারবেন বিশ্বসেরা অলরাউন্ডার। সেই ক্ষেত্রও এরইমধ্যে প্রস্তুত। আসন্ন কর্পোরেট টি-টোয়েন্টি লিগ দিয়েই ফের বাইশ গজে ফিরবেন তিনি। একই টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরবেন মাশরাফি বিন মর্তুজাও।

মঙ্গলবার (৬ অক্টোবর) মিরপুরের হোম অব ক্রিকেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটাই জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি আরও জানান, আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে মাঠে গড়াবে কর্পোরেট টি-টোয়েন্টি লিগ।

এর আগে শ্রীলঙ্কা সফরে খেলার সম্ভাবনা ছিল সাকিবের। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিকেএসপিতে একাই অনুশীলন শুরু করে দিয়েছিলেন সাবেক অধিনায়ক। তবে শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের করোনাকালীন নিয়মকানুনের সঙ্গে একমত না হওয়ায় সফর বাতিল করে দেয় বিসিবি। ফলে ফের যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন সাকিব। এখন কর্পোরেট লিগ দিয়ে ফেরার রাস্তা তৈরি হলো তার। দেশের ক্রিকেটভক্তরা তাকে ফের ২২ গজে দেখার জন্য যে অপেক্ষায় আছেন তার ইতিও ঘটতে যাচ্ছে অবশেষে।

এদিকে এখনই খেলার জন্য ফিট না হওয়ায় সাবেক অধিনায়ক মাশরাফি তিন দলের সিরিজে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তবে মাশরাফিকে এই সিরিজ খেলানোর জন্য চেষ্টাই করেনি বিসিবি। এমনকি তার সঙ্গে ঠিক মতো যোগাযোগও করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন মাশরাফি। তার ঘনিষ্ঠ সূত্র থেকে এমনটাই জানা গেছে।

তবে মঙ্গলবার মাশরাফিকে কর্পোরেট লিগে খেলানো হবে বলে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি। দেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেন। এরপর আর তাকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি। নেতৃত্ব ছাড়লেও অবশ্য অবসর নেননি মাশরাফি।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!