ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহকারি মহাসচিব অধ্যাপক মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, নববই ভাগ মুসলমানের দেশে মদের লাইসেন্স প্রদান সরকারের জন্য ক্ষতিকর, যা যুব ও ছাত্র সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিবে।
১৪ মার্চ সোমবার বিকেল চারটায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আই এবি মিলনায়তনে জেলা দায়িত্বশীল মূল্যায়ন ও দাওয়াতী মাস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও হাফেজ আসাদুল্লাহ আল গালিব এর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আবু সাইদ, জাহিদুল ইসলাম, মাওলানা সাইখুল ইসলাম বিন হাসান , মাওলানা মাহবুবুল আলম, হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম,মাওলানা হারুনুর রশিদ, মাওলানা মোঃ আঃ সত্তার, এস কে নাজমুল হাসাান, মোঃ হুমায়ুন কবির,মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান,মাওলানা তাওহীদুল ইসলাম মামুন,মোঃ হায়দার আলী, মোঃ মেহেদী হাসান, হাফেজ মঈনউদ্দিন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ আলী, সেখ রওশন আলী, ইঞ্জিনিয়ার সারোয়ার হোসাইন, শেখ হাসান ওবায়দুল করিম,মোঃ শফিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় আগামী ৩১মার্চ ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জাতীয় মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
খুলনা গেজেট/ টি আই