একদা বাংলা-বিহার-ওড়িশার রাজধানী নবাবী মুর্শিদাবাদে এবার মিমের থাবা। মুর্শিদাবাদের ২২ টি বিধানসভার মধ্যে ১৮ টি কেন্দ্রে মিমি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে।
মিমের মুর্শিদাবাদ জেলা সম্পাদক আসাদুল ইসলাম বলেন, স্বাধীনতার ৭৩ বছর পরও এই জেলার সেরকম কোনো উন্নয়ন হয়নি। আজো মুর্শিদাবাদে কোনো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয়নি। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও ঠিক মতো এগোয়নি। আর এই দাবিগুলি মুর্শিদাবাদের ২৫টি থানা ও ২২টি বিধানসভা এলাকায় তাদের সাংগঠনিক কাজ এগিয়ে নিয়ে চলেছে। সব কিছু ঠিক থাকলে ২০২১-এর বিধানসভা নির্বাচনে ১৮টি বিধানসভা কেন্দ্রে মিম প্রতিদ্বন্দ্বিতা করবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মিম সাংগঠনিকভাবে মুর্শিদাবাদে এগিয়ে চলছে বলে ধর্মনিরপেক্ষ দলগুলির কিছুটা হলেও মাথার হাত। যে ১৮টি বিধানসভাকে মিম পাখির চোখ করেছে সেগুলি হল ফারাক্কা, সামসেরগঞ্জ, সুঁতি, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর, নবগ্রাম , লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙা, রেজিনগর, রানীনগর, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, নওদা ও খড়গ্রাম।
খুলনা গেজেট/এনএম