খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

নবম শ্রেণিতে ভর্তি ও রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত

গেজেট ডেস্ক

সার্ভারে জটিলতার কারণে নবম শ্রেণিতে ভর্তি এবং ওই শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সোমবার (২৩ আগস্ট) এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরির্দশক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঞাস্বাক্ষরিত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে ভর্তি এবং ওই অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন পাঠদানের অনুমতি ও স্বীকৃতিপ্রাপ্ত সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যামিক বিদ্যালয়ের অধ্যক্ষ/প্রধান শিক্ষককে এ বিষয়ে অবহিত করা হয়েছে। অনিবার্য কারণবশত এ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরুর বিষয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঞা বলেছেন, ‘গতকাল রোববার থেকে নবম শ্রেণির রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হলেও সার্ভারে জটিলতা দেখা দেওয়ায়, সেটি স্থগিত করা হয়েছে। বর্তমানে এইচএসসি পরীক্ষার্থীর ফরম পূরণ কার্যক্রম চলমান থাকায় এ সমস্যা দেখা দিয়েছে। আগামী সপ্তাহে এ ফরম পূরণ কার্যক্রম শেষ হবে। এরপর আাবারও নবম শ্রেণিতে ভর্তি ও রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হবে। এ বিষয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জানিয়ে দেওয়া হবে।

চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ ১২ আগস্ট শুরু হয়েছে। চলবে ৩০ আগস্ট পর্যন্ত। আগের বছরের চেয়ে এবার ফি কমানো হয়েছে। আগামী ১১ আগস্ট পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ফরম পূরণের জন্য শিক্ষা বোর্ডের এসএমএস পাওয়া শিক্ষার্থীরা ফি পরিশোধ করতে পারবেন।

করোনার কারণে এবার নির্বাচনী পরীক্ষা হবে না। ফরম পূরণ কার্যক্রম সম্পূর্ণ অনলাইনে হবে। শিক্ষার্থী বা অভিভাবকদের শিক্ষাপ্রতিষ্ঠানের যেতে হবে না।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!