মোংলা বন্দরকে ষড়যন্ত্র করে বিএনপি শেষ করেছিল, আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেটিকে পুনরুজ্জীবিত করেছে জানিয়ে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেন, শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে মোংলা বন্দর আলোকিত হতনা।
সোমবার (৮ ফেব্রুয়ারী) সকালে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় পৌরসভার নির্বাচন প্রসঙ্গ টেনে তিনি বলেন, মোংলা পৌরসভা নির্বাচন সুষ্ঠ হয়েছে। এই নির্বাচনে জনগন সাড়া দিয়ে মেয়র থেকে শুরু করে আওয়ামী লীগ সমর্থিত ১২ কাউন্সিলর প্রার্থীকে জয়ী করেছেন।
সাতবার এ পৌরসভা নির্বাচনে এবারই প্রথমবার আওয়ামী লীগ সমর্থিতদের জয় হওয়ায় পৌরসভাকে আওয়ামী লীগের ঘাঁটি বানাতে দলীয় নেতা কর্মিদের নির্দেশও দেন তিনি। পাশাপাশি নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের হুশিয়ারী করে বলেন, আগে যা যা করেছেন আগামীকাল ৯ ফেব্রেুয়ারী শপথ গ্রহণের পর তা ভুলে যান। অসৎ কার্যকলাপসহ জমি দখল করবেন না বলেও নবনির্বাচিতদের সতর্ক করেন মোংলা-রামপালের সাবেক এই সংসদ সদস্য।
আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে যাকে মনোনয়ন দেয়া হবে তার পক্ষে কাজ করতে নেতা কর্মিদের আহবানও করেন তিনি।
বর্ধিত এ সভায় মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত পৌরসভার মেয়র শেখ আব্দুর রহমান, নবনির্বাচিত কাউন্সিলররা ছাড়াও আওয়ামী লীগ নেতা সুনিল কুমার বিশ্বাস, মোঃ ইব্রাহিম হোসেন, কামরুজ্জামান জসিম ও হোসেনসহ অন্যান্য নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ টি আই