আনুষ্ঠানিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে প্রফেসর ড. মাহমুদ হোসেন যোগদানপূর্বক দায়িত্বভার গ্রহণ করায় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আনন্দের সঙ্গে স্বাগত, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. তানজিল সওগাত যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিবৃতিতে বলা হয়, শিক্ষকতা, গবেষণা ও নেতৃত্ব সবদিক থেকেই ড. মাহমুদ হোসেন বিগত দিনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। গবেষণাক্ষেত্রে তিনি শতাধিক প্রকাশনাসহ দেশি-বিদেশি সংস্থার অর্থায়নে ২৬টি প্রকল্প বাস্তবায়ন করেছেন। তাঁর এই প্রসিদ্ধি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। ইতঃপূর্বে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও শিক্ষক সমিতি ফেডারেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করায়, তিনি শিক্ষকদের যৌক্তিক ও নায্য দাবি পুরণে সহায়ক ভূমিকা রাখবেন বলে শিক্ষকদের প্রত্যাশা। সর্বোপরি, প্রফেসর ড. মাহমুদ হোসেন খুলনা বিশ্ববিদ্যালয়েরই একজন সম্মানিত শিক্ষক হওয়াতে শিক্ষকরা উদ্বেলিত। তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং এই মহামারি পরিস্থিতিতে পিছিয়ে পড়া শিক্ষা-কার্যক্রম নতুন গতি পাবে বলে শিক্ষকরা আশাবাদী।
বিবৃতিতে আরও বলা হয়, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থেকেই উপাচার্য ও উপ-উপাচার্য নিযুক্ত করায় প্রাসঙ্গিকভাবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকেও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানোসহ তাঁর সর্বাঙ্গীন সাফল্য কামনা করছে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
খুলনা গেজেট/এমএইচবি