খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু
  মোংলার চাপড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২
  গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র : আজ প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠক

নতুন ৭ প্রতিমন্ত্রীর কে কোন দপ্তর পেলেন

গেজেট ডেস্ক

শপথ নেওয়া নতুন ৭জন প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নতুন প্রতিমন্ত্রীদের কার কোন দপ্তর:

মো. শহীদুজ্জামান সরকার (পরিকল্পনা মন্ত্রণালয়), মো. আব্দুল ওয়াদুদ (পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ) ও মো. নজরুল ইসলাম চৌধুরী (শ্রম ও কর্মসংস্থান)। নারী প্রতিমন্ত্রী হচ্ছেন, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয় সম্পাদক ডা. রোকেয়া সুলতানা (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়), শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক বেগম শামসুন নাহার (শিক্ষা মন্ত্রণালয়), অর্থ ও পরিকল্পনা সম্পাদক বেগম ওয়াসিকা আয়শা খান (অর্থ মন্ত্রণালয়) ও বেগম নাহিদ ইজাহার খান (সংস্কৃতি মন্ত্রণালয়)।

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিকালের পর থেকেই একে একে বঙ্গভবনে প্রবেশ করেন ডাক পাওয়া সদস্যরা। দ্বাদশ জাতীয় নির্বাচনের পর সরকার গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দ্বিতীয় দফায় মন্ত্রিসভায় আরও সাতজন নতুন সদস্য যুক্ত হয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে তাদের নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।

এরই মধ্যে নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের জন্য সাতটা নতুন গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নতুন সরকার হিসেবে শপথ নিয়েছে গত ১১ জানুয়ারি। ওইদিন নতুন সরকারের ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী শপথ নেন।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!