খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নতুন রেকর্ড গড়লেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

অভিনেত্রী নুসরাত ফারিয়া বর্তমান প্রজন্মের অন্যতম একজন। বাংলাদেশের পাশাপাশি কলকাতার সিনেমায়ও অভিনয় করছেন নিয়মিত। অভিনয়গুণে দুই বাংলাতেই পরিচিতি লাভ করেছেন তিনি।

এই অভিনেত্রী এবার ছবি এবং ভিডিও শেয়ারের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ফলোয়ারেরে সংখ্যায় নতুন রেকর্ড গড়লেন। কলকাতার শীর্ষ কয়েক অভিনেত্রীকে পেছনে ফেলে এক নম্বরে নিজের অবস্থান তৈরি করেছেন নুসরাত।

বর্তমানে অভিনেত্রী শ্রাবন্তী, শুভশ্রী, নুসরাত জাহান, জয়া আহসান, কৌশানি, কোয়েল মল্লিক, মিমি চক্রবর্তী, ঋতাভরী চক্রবর্তী। তাদের মধ্যে ইনস্টাগ্রামে সর্বাধিক অনুসরণকারীর তালিকায় শীর্ষে থাকা অ্যাকাউন্টের মধ্যে এক নম্বরে আছেন বাংলাদেশের নুসরাত ফারিয়ার অ্যাকাউন্টটি। যার বর্তমান ফলোয়ার সংখ্যা ৩৮ লাখ।

প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকি’র মাধ্যমে সিনমোয় অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। সবগুলোই যৌথ প্রযোজনার সিনেমা। একক বাংলাদেশি প্রযোজনায় তার অভিনীত সিনেমা ‘শাহেনশাহ’, ‘অপারেশন সুন্দরবন’।

এদিকে, নুসরাত ফারিয়া সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাসের নতুন সিনেমা ‘ফুটবল-৭১’ এ। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘মুজিব : একটি জাতির রূপকার’, ‘পাতালঘর’, ‘রকস্টার’, ‘বিবাহ অভিযান-২’সহ একাধিক সিনেমা।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!