নতুন করে বিভিন্ন পণ্যের উপর কর আরোপ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে খুলনার সামাজিক সংগঠন নাগরিক আন্দোলন। সংগঠনের সভায় বক্তারা বলেন ভ্যাট প্রত্যাহার না হলে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারে প্রতি মাসে জীবন যাত্রার ব্যয় বেড়ে যাবে।
শনিবার (১৮ জানুয়ারি) বিএমএ মিলনায়তনে সংগঠনের এক সভায় এ দাবি জানানো হয়। নাগরিক আন্দোলন এ সভার আয়োজক।
সভায় সভাপতিত্ব করেন, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আ ফ ম মহসিন। বক্তৃতা করেন বিএমএ খুলনার সভাপতি ও নাগরিক আন্দোলনের সমন্বয়কারী ডাঃ শেখ বাহারুল আলম, মোঃ লোকমান হাকিম, শেখ ইমতিয়াজ, আব্দুস সবুর, শেখ আলাউদ্দিন আল আজাদ মিলন, রুহুল আমিন, কাজী মোতাহার রহমান বাবু, মোঃ আরিফুজ্জামান মন্টু, ইরানী পারভীন, কাজী আবুল সউদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ মায়াজ।
বক্তারা নগরীতে দ্রুত টিসিবি’র কার্ড বিতরণ, ওএমএস ট্রাকে চাল বিতরণ, বিদ্যুতের মূল্য কমানো, গ্যাসের মূল্য কমানো ও ঔষুধের মূল্য কমানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বক্তারা বলেন বেকারী পণ্যের দাম না কমালে এখানকার ৮০ ভাগ বেকারী বন্ধ হয়ে যাবে। রোজা আগেই এ দাবি মানতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এসব দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৫ জানুয়ারি খুলনার শহীদ হাদিস পার্কে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
খুলনা গেজেট/ টিএ