খুলনা, বাংলাদেশ | ১৩ মাঘ, ১৪৩১ | ২৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হত্যা মামলায় সালমান এফ রহমান ফের ৩ দিনের রিমান্ডে
  মারধর ও হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা
  আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

গেজেট ডেস্ক

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী বছরের শুরুতে কিছু ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। মূলত পুরোনো অপারেটিং সিস্টেম, ফোনের হার্ডওয়্যারের সীমাবদ্ধতা, নতুন ফিচার, নিরাপত্তা আপডেটের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে এ সিদ্ধান্ত নিয়েছে মেটা।

যে ফোনগুলোতে ওএস ভার্সন কিটক্যাট রয়েছে, তাদের ফোনে ২০২৫ সালের জানুয়ারি থেকে ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ। তালিকায় রয়েছে স্যামসাং, এলজি, সোনিসহ কিছু নামি ব্র্যান্ডের ফোন।

একনজরে দেখে নেওয়া যাক ফোনের তালিকা- স্যামসাং : Galaxy S3, Galaxy Note 2, Galaxy Ace 3, Galaxy S4 Mini, মোটোরোল : Moto G (1st Gen), Razr HD, Moto E 2014

এইচটিসি : One X, One X+, Desire 500, Desire 601, এলজি : Optimus G, Nexus 4, G2 Mini, L90, সনি : Xperia Z, Xperia SP, Xperia T, Xperia V

প্রসঙ্গত, আরও বেশি ইউজার ফ্রেন্ডলি করে তোলার জন্য মাঝে-মধ্যে সমস্ত স্মার্টফোনে আপডেট আসে। এছাড়াও আপডেটে কিছু নতুন ফিচার যুক্ত করা হয়। একইভাবে আবার বাতিলও করা হয়। তবে ফোনের হার্ডওয়ারের উপর নির্ভর করে যে হ্যান্ডসেটটি কতগুলো আপডেট সাপোর্ট করবে।

একইভাবে অ্যাপগুলোও বিভিন্নরকম আপডেট নিয়ে আসে। স্বাভাবিকভাবেই একটা সময়ের আগেকার ফোনে অ্যাপগুলোর লেটেস্ট ভার্সন সাপোর্ট করে না। সেই কারণেই একটা সময়ের পর নির্দিষ্ট কিছু ওএস ভার্সনের ফোনে কাজ করে না কিছু অ্যাপ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!