খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

নতুন ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপের চমক

গেজেট ডেস্ক

হোয়াটসঅ্যাপ হচ্ছে তথ্য আদান-প্রদানের অন্যতম সমাজিক যোগাযোগ মাধ্যম। দিন দিন এর ব্যবহার বেড়েই চলছে। বন্ধু ও প্রিয়জনদের সাথে চ্যাটিং ছাড়াও এখন অফিশিয়াল অনেক কাজে ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত কয়েকশ কোটি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান করছেন। ফলে জনপ্রিয়তা ধরে রাখতে প্রতিনিয়তই আপডেট করা হচ্ছে হোয়াটসঅ্যাপ। এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ইভেন্ট নামের নতুন একটি সুবিধা।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলছে, ব্যবহারকারীদের কাছে নিজের জনপ্রিয়তা বাড়িয়ে তুলতে প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে হোয়াটসঅ্যাপ। সেই ধারাবাহিকতায় এবার হোয়াটসঅ্যাপ গ্রুপে ইভেন্ট সুবিধা চালু করা হচ্ছে। এর ফলে একজন ব্যবহারকারী একটি ইভেন্ট ক্রিয়েট বা তৈরি করতে পারবে। আগে এই সুবিধা শুধু হোয়াটসঅ্যাপ কমিউনিটিজে ব্যবহার করা যেত। এখন নতুন হালনাগাদে গ্রুপ চ্যাটেও সুবিধাটি পাওয়া যাবে।

যা থাকছে নতুন ফিচারে

নতুন এই ফিচারে ব্যবহারকারী গ্রুপে ইভেন্ট তৈরি করে আগাম সভা বা সভার বিষয় ও তারিখ ঘোষণা করতে পারবেন। এছাড়া অনেকেই সভা অডিও বা ভিডিওর মাধ্যমে করে থাকেন। তাই নতুন ফিচারে সভা অডিও না ভিডিওর মাধ্যমে আয়োজন করা হবে কি না তাও জানাতে পারবেন। এদিকে সভায় অংশ নেয়ার জন্য ইভেন্ট অপশনে ক্লিক করে নিজেদের আগ্রহ প্রকাশ করতে পারেন গ্রুপের সদস্যরা। ফলে ইভেন্ট ক্রিয়েটর সভার বিষয়বস্তু ও অংশগ্রহণকারীর সংখ্যা সম্পর্কে আগাম ধারণা পেতে পারবেন।

তবে সব ধরণের স্মার্টফোনে এই ফিচার সুবিধা ব্যবহার করা যাবে না। বর্তমানে অ্যান্ড্রয়েট বিটা পরীক্ষার এবং এটি অ্যাপের ২.২৪.১৪.৯ ভার্সনের ব্যবহার করা যায়।

হোয়াটসঅ্যাপে ইভেন্ট তৈরি করবেন যেভাবে

– ইভেন্ট তৈরির জন্য প্রথমেই নিজেদের কমিউনিটি গ্রুপ চ্যাট ওপেন করতে হবে।

– এরপর গ্রুপ চ্যাটের ডান দিকের নিচের অংশে থাকা পেপার ক্লিপ আইকনে ট্যাপ করে ‘ইভেন্ট’ আইকন নির্বাচন করতে হবে।

– এরপর প্রয়োজনীয় বিবরণ লিখতে হবে। যেমন- অনুষ্ঠানের নাম, তারিখ এবং সময়। বিষয়বস্তু (২০৪৮ অক্ষর পর্যন্ত)

– হোয়াটসঅ্যাপ কল লিংকের পাশের টগলটি চালু করে সভাটি অডিও না ভিডিও মাধ্যমে আয়োজন করা হবে, তা নির্বাচন করতে হবে।

– ইভেন্ট তৈরি এবং শেয়ার করতে নিচের ডানদিকে থাকা তীর অপশনটিতে ক্লিক করতে হবে।

এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে, শুধু গ্রুপের সদস্যদের আমন্ত্রণ জানানো যেতে পারে এবং ইভেন্টটি গ্রুপের বাইরের অন্যদের কাছে ফরওয়ার্ড করা যাবে না।

একটি ইভেন্ট ডিলিট বা বাতিল করার উপায়

ইভেন্ট কার্যক্রম শেষ হওয়ার পর সেটি বাতিল করার প্রয়োজন হতে পারে। এর জন্য-

– এডিট ইভেন্ট অপশনে ক্লিক করতে হবে।

– ‘ক্যানসেল ইভেন্ট’ অপশন সিলেক্ট করতে হবে।

– এরপর ‘ইয়েস’ অপশনে ক্লিক করতে হবে।

– গ্রুপ চ্যাটে একটি সিস্টেম বার্তা উপস্থিত হবে, এবং যারা ‘হ্যাঁ’ করেছে তাদের জানানো হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!