আন্তর্জাতিক ক্রিকেটে জার্সির পরিবর্তন নতুন কিছু নয়। রঙিন পোশাকের দুই ফরম্যাটে অনেক দলই ব্যবহার করে থাকে ভিন্ন জার্সি। তাছাড়া প্রতি সিরিজে জার্সির পরিবর্তনও এখন আর নতুন নয়। সেই ধারাবাহিকতায় বদলে গেছে বাংলাদেশ দলের জার্সিও।
বৃহস্পতিবার (৩ মার্চ) বিকাল ৩ টায় আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। আজ সঙ্গে মাঠে গড়াবে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। আর এই সিরিজ সামনে রেখেই জার্সিতে পরিবর্তন আনল বিসিবি। ওয়ানডেতে টাইগাররা যেই জার্সি পরে নেমেছিল তাতে সবুজের আধিক্যই ছিল বেশি। জার্সির হাত ও পিছনের কিছু অংশে ছিল লালের ছোঁয়া।
এবার টি-টোয়েন্টিতে সম্পূর্ণ থিমই বদলে ফেলা হয়েছে। সবুজকে ছাঁপিয়ে এবার লাল রঙের প্রাধান্যই চোখে পড়ছে বেশি। সাকিব-তামিমদের এই নতুন জার্সি নিয়ে এরই মধ্যে ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে। ভক্তরা অনেকে এই নতুন ডিজাইন পছন্দ করলেও অনেকেই আবার করছেন বিরূপ মন্তব্য।
জার্সির সঙ্গে টাইগারদের শেষ ওয়ানডের পারফরম্যান্সটাও বদলে যাবে কাল এমনটাই প্রত্যাশা ভক্তদের। তবে ভুলে গেলে চলবে না প্রতিপক্ষ আফগানিস্তান। টি-টোয়েন্টি এলেই যেন ভয়ংকর হয়ে ওঠেন রশিদ-নবিরা। এদিকে ২০ ওভারের খেলায় এখনো নিজেদের প্রমাণ করতে না পারা বাংলাদেশও চাইবে আফগান বধ করে এই ফরম্যাটে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে।