ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর একটি টুইটকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সরে নতুন কোনো দায়িত্ব নিতে পারেন তিনি। তবে কোন দায়িত্ব নিতে পারেন তিনি, তা পরিষ্কার করে বলেননি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা গেছে, নতুন কোনো দায়িত্ব নিতে চলছেন সৌরভ।
আজ বুধবার বিকেলে এক টুইটে সৌরভ বলেন, ‘১৯৯২ সালে ক্রিকেটে যাত্রা শুরু করার পর ২০২২ সালে ৩০ বছর পূর্ণ হয়েছে। এরপর থেকে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সবার সমর্থন এনে দিয়েছে ক্রিকেট। আমার এই যাত্রায় যাঁরা পাশে ছিলেন, সমর্থন করেছেন, আজ আমি যেখানে, এই জায়গায় পৌঁছাতে যাঁরা সাহায্য করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’
ভারতীয় সাবেক অধিনায়ক আরও বলেন, ‘আমি এমন কিছু করার পরিকল্পনা করছি, যা অনকে মানুষকে সাহায্য করতে পারে।’
অবশ্য সৌরভ এই টুইটে কিছুই স্পষ্ট করেননি। যদিও বিসিসিআইয়ের সচিব জয় শাহ সংবাদ সংস্থাকে এএনআইকে জানিয়েছেন, বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে ইস্তফা দেননি সৌরভ।
আলোচনা হচ্ছে ৪৯ বছর বয়সী সৌরভ রাজনীতিতে যোগ দিতে পারেন। তিনি ২০১৯ সাল থেকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি।
খুলনা গেজেট/ আ হ আ