সাংগঠনিক শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড ও জুলাই স্পিরিটের পরিপন্থী কার্যক্রমে লিপ্ত হওয়ায় নড়াইল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল শাখার যুগ্ম আহ্বায়ক তুহিন বিন আঃ রাজ্জাক ও হাসিব শাহাবাদকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলা শাখার আহ্বায়ক রাফায়েতুল হক তমাল ও সদস্য সচিব মো. শাফায়াত উল্লাহ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃংখলা বহির্ভূত কর্মকান্ড এবং জুলাই বিপ্লব ও স্পিরিটের পরিপন্থী কার্যক্রমে লিপ্ত হওয়ায় বৈষম্যবিরোধীছাত্র আন্দোলন, নড়াইল জেলার নিম্নোক্ত দায়িত্বশীলদের অব্যাহতি প্রদান করা হলো। তাদের কোনো কার্যক্রমের দায়ভার সংগঠন গ্রহণ করবে না।
পাশাপশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নড়াইল জেলার সকল স্তরের নেতাকর্মীদের শৃংখলা ও জুলাই স্পিরিট পরিপন্থীকাজে লিপ্ত না হওয়ার জন্য সতর্ক করার সাথে সকল নেতাকর্মী ও শুভাকাঙ্খীদেরকে অব্যাহতি প্রাপ্তদের সাথে সাংগঠনিক কোনো যোগাযোগ ও লেনদেন না করার পরামর্শ প্রদান করা হয়।
খুলনা গেজেট/এএজে